সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

|

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়ার বার আউলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ফেনী ছাগলনাইয়া থানার মো. মিরাজের ছেলে মো. ইউনুস এবং একই থানার বাসিন্দা মো. শাহজামাল (১৮)।

স্থানীয়রা জানান, মোটরসাইকেলটি দ্রুতগতিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া এলাকা অতিক্রম করছিল। এ সময় একইমুখী একট গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে দুই আরোহী সড়কের ওপর ছিটকে পড়ে যায়। এ সময় গাড়িটি তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তবে অন্ধকার ও আশপাশে স্থাপনা না থাকায় কোন ধরনের যানবাহন এই ঘটনা ঘটিয়েছে, তা জানা যায়নি।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply